বাগমারা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য। এ উক্তিটাকে মনে ধারণ করে মানুষের পাশে দাড়ান, আসুন প্রতিবেশীদের বিপদে সাহায্যের হাত বাড়াই।
বাগমারা উপজেলার হামির কুটসা ইউনিয়নের শিকদারী বাজার খামারগ্রামের এক অসহায় পরিবার, পিতা:মৃত: আবুল কালামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২২) প্রায় দুই বছর যাবৎ কিডনি রোগে ভুগছে। বর্তমানে তার দুইটা কিডনি-ই নষ্ট হয়ে গেছে। সে এখন ঢাকা সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছে তার চিকিৎসার জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকার প্রয়োজন।
২ বছর ধরে চিকিৎসা চালাচ্ছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি মধ্যবিত্ত পরিবার আজ নিঃস্ব। আব্দুর রাজ্জাকের পরিবারে হাল ধরার মতো কেউ নেই। দুই ভাই এক বোন আর বিধবা মা। এই নিয়ে তাদের পরিবার।বড় ভাই ঢাকা শহরে থেকে রিক্সা চালায়। আব্দুর রাজ্জাক গ্রাম এলাকায় ভ্যান চালিয়ে লেখাপড়া করতো। সে ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজের ইন্টার ফাস্ট ইয়ারে পড়ে। রাজ্জাকের মা শাহনাজ বিবি বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রাজ্জাক। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বেকার থাকায় এখন আমাদের কোন রকম ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে আমরা এখন ক্লান্ত। তবুও তাঁর স্বপ্ন রাজ্জাক কে সুস্থ করে ঘরে ফেরার।
তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেন রাজ্জাকের মা শাহানাজ বিবি।
আপনারা যারা ভাল আছেন তাঁদের কাছে মিনতি আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার ছেলের জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।
এ বিষয়ে কথা হলে হামির কুটসা ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বলেন,রাজ্জাকের পরিবার সত্যিই বড় অসহায়। এই মুহুর্তে তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে একটা নতুন স্বাভাবিক জীবন।
খামারগ্রামের মো: শরিফুল ইসলামের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন,রাজ্জাক আমাদের প্রতিবেশী তারা সত্যিই বড় অসহায়। এই মুহুর্তে তার সু-চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। সমাজের বিত্তশালী, দানশীলগণ এগিয়ে না এলে তাকে বাঁচানো সম্ভব হবেনা। সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আব্দুর রাজ্জাক, বিকাশ নাম্বর- 01838480920. আমাদের একটুখানি সহায়তাই কেবল পারে একজন মৃত্যুপথযাত্রীর দ্বিতীয় জীবন উপহার দিতে। আর তাই রাজ্জাকের পরিবারের লোকজন এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য জন্য আবেদন করছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT