ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলি সহ দুইজন গ্রেফতার

- আপডেট সময়ঃ ০১:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, ঈশ্বরদীঃ
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ দুজনকে আটক করেছে আমবাগান ফাঁড়ি পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে পৌরসভার দক্ষিণ নারিচা বকুলের মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঈশ্বরদী পৌরসভার ভূতেরগাড়ি এলাকার আকরাম হোসেনের পুত্র শাজাহান আলী ওরফে শাহান (২৩) ও একই এলাকার আহ রাজ্জাকের পুত্র রিয়াদ হোসেন (২১)। আটককালে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে শহরে নানা রকম সন্ত্রাসী কার্যকলাপসহ হামলা, ভাঙচুর, মারপিট, অন্যের জমি, পুকুর দখল, চাঁদাবাজি, আটক করে মুক্তিপণ আদায়, বিচারের নামে অর্থ আদায় ও অস্ত্র প্রদর্শন করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আফজাল হোসেন জানান, ঘটনার সময় রাতে পুলিশের একটি দল ওই এলাকায় জরুরিভাবে দায়িত্ব পালন করছিল। এই সময় আটকরা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলটি থামানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে মো. শাহানের কোমর থেকে চার রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটি জব্দসহ তাদের আটক করে থানায় নেওয়া হয়।