মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় ও পরিবেশের দায়বদ্ধতার অংশ হিসেবে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২৪ জুলাই বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজ উদিন আহমেদের বাড়ির পাশে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হারুয়ালছড়ি ৩নং শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং উপদেষ্টা, সাবেক সভাপতি, সদস্য। কর্মসূচির উদ্বোধনকালে উদ্বোধক পরিবেশের ভারসমাম্য রক্ষায় বৃক্ষের অবদান ও প্রয়োজনীয়তা তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন।উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT